আজ নয়, কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে আগামীকাল সকালে

‘আগামীকাল রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পানি ছাড়া হবে।’
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের একটি স্লুইসগেট। ছবি: স্টার

দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে আজ রাত ১০টায় পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।

আজ শনিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই পিডিবি কর্তৃপক্ষ আজ রাত ১০টায় কাপ্তাই লেক থেকে পানি ছাড়েনি।

তিনি বলেন, 'আগামীকাল রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পানি ছাড়া হবে।'

এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) খন্দকার মোকাম্মেল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাপ্তাই বাঁধে পানি এখন বিপদসীমার বেশি। বাঁধ রক্ষার স্বার্থে কিছু পানি নিষ্কাশন করা হবে।'

 

Comments