ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে মার্কিন দূতাবাস

পোর্ট ভিলার একটি বিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বেশ কিছু দেশের দূতাবাস অবস্থিত। ভূমিকম্পে সেই বিল্ডিংয়ের নিচের তলা ধসে পড়েছে। ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

রাজধানী পোর্ট ভিলায় অবস্থিত যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও নিউজিল্যান্ডসহ অনেক দেশের দূতাবাস ও হাইকমিশন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত ভানুয়াতু প্রায় ৮০টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি স্বাধীন দেশ। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, সাত মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভানুয়াতুর প্রধান দ্বীপ এফাতের উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে এবং ৫৭ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় দুপুর ১২টা ৪৭ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। 

এএফপি জানায়, পোর্ট ভিলার একটি বিল্ডিংয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ বেশ কিছু দেশের দূতাবাস অবস্থিত। ভূমিকম্পে সেই বিল্ডিংয়ের নিচের তলা ধসে পড়েছে। সেখানে মার্কিন দূতাবাস ছিল বলে দাবি করেছেন একজন স্থানীয় নাগরিক। 

ভূমিকম্পের পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ভানুয়াতুতে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। 

একই বিল্ডিংয়ে অবস্থিত নিউজিল্যান্ডের হাইকমিশনও 'উল্লেখযোগ্য ক্ষতিক্ষতির' শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

তিন লাখের বেশি জনগণের দেশ ভানুয়াতুতে ঘন ঘন ভূমিকম্প হয়। বৈশ্বিক ঝুঁকি রিপোর্ট অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি ভানুয়াতু। 

ভূমিকম্প, ঝড়, বন্যা ও সুনামির মতো অনেক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় এই দ্বীপপুঞ্জের জনগণকে।

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

1h ago