শরীয়তপুরে সন্ধ্যার পর ২০০ টাকার বেশি তেল বিক্রি করেনি পাম্প

শরীয়তপুর পাম্প
তেলের দাম বৃদ্ধির খবর জানার পর শরীয়তপুরের পাম্পগুলোতে ভিড় বাড়তে থাকে। ছবি: জাহিদ হাসান

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে শরীয়তপুরের পেট্রল পাম্পগুলোতে সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তেল বিক্রি বন্ধ ছিল। এমনকি তেলের দাম বৃদ্ধির খবর জানার পর অনেক পাম্পে ২০০ টাকার বেশি তেল বিক্রি করেনি। কিন্তু, বিকেলেও তারা ৫০০ টাকার উপরেও তেলে বিক্রি করেছিল।

পেট্রল পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে তারা শুক্র-শনিবার তেল কম পায়। তাই প্রতি শুক্র ও শনিবার কম তেল বিক্রি করা হয়।

কিন্তু, ক্রেতাদের অভিযোগ, এর আগেও তারা প্রতি শুক্র ও শনিবার ইচ্ছে মতো তেল কিনেছেন। কিন্তু, আজ পেট্রল পাম্প উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেশি মুনাফার লোভে কম তেল দিচ্ছে।

পরে শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই রাত সাড়ে ১১টার ঘটনাস্থলে গিয়ে বলেন, রাত বারোটা পর্যন্ত তেলের দাম বৃদ্ধি পাবে না। তাই রাত ১২টা পর্যন্ত যার যতটুকু প্রয়োজন পেট্রল পাম্পকে ততটুকু তেল দিতে হবে। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবক হয়।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে। এখন এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে ১১৪ টাকা লাগবে। এক লিটার অকটেনের জন্য দিতে হবে ১৩৫ টাকা। আর প্রতি লিটার পেট্রলের দাম হবে ১৩০ টাকা।আজ শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের নতুন এই দর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রাত ১২টার পর থেকে নতুন এই দর কার্যকর হবে।

 

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago