৪ কুইকরেন্টাল কোম্পানির মেয়াদ ২ বছর করে বাড়ল

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন নিরুৎসাহিত করলেও, দেশের ৪টি কুইকরেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২ বছর করে বাড়িয়েছে সরকার। 
প্রতীকী ছবি

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন নিরুৎসাহিত করলেও, দেশের ৪টি কুইকরেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২ বছর করে বাড়িয়েছে সরকার। 

এসব বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ৩০০ মেগাওয়াট।

আজ বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ৪ বিদ্যুৎকেন্দ্রগুলো হলো-চট্টগ্রামের অ্যাক্রন ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস, এটির উৎপাদনক্ষমতা ১০০ মেগাওয়াট। রাজশাহীর নর্দার্ন পাওয়ার সল্যুশন, এর উৎপাদনক্ষমতা ৫০ মেগাওয়াট। ঢাকার কেরানীগঞ্জে ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ারপ্যাক লিমিটেড এবং ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন চাঁপাইনবাবগঞ্জের সিনহা পাওয়ার জেনারেশন লিমিটেড।

এসব কুইকরেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ সম্প্রতি শেষ হয়ে গিয়েছিল।

আজকের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

 

Comments