বিদ্যুৎ বিভাগের বাইরেও স্বতন্ত্র তদন্ত কমিটি করা হবে: নসরুল হামিদ

দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের বাইরেও একটি স্বতন্ত্র তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নসরুল হামিদ
নসরুল হামিদ। ফাইল ছবি

দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে বিদ্যুৎ বিভাগের বাইরেও একটি স্বতন্ত্র তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মঙ্গলবার রাতে প্রতিমন্ত্রী দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, 'গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ২টি পৃথক তদন্ত কমিটি করা হবে। একটি কমিটি করা হবে বিদ্যুৎ বিভাগের নিজস্ব। এছাড়া স্বতন্ত্র একটি তদন্ত কমিটি করা হবে।'

এদিকে, বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ইতোমধ্যে একটি তদন্ত কমিটি করেছে।

পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিজিসিবির নির্বাহী পরিচালক (পি অ্যান্ড ই) মো. ইয়াকুব ইলাহীকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

কমিটিকে আগামী শুক্রবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বি এম বদরুদ্দোজা খান আরও বলেন, 'গ্রিড বিপর্যয় অনেকাংশে ঠিক হয়ে গেছে। এখন আমরা রিস্টোরেশনের কাজ করছি। বিদ্যুৎ উৎপাদনও শুরু হয়েছে। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বিদ্যুৎ পেতে শুরু করেছে।' 

মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিট থেকে গ্রিড বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ প্রায় সব অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ৫ ঘণ্টা পর সন্ধ্যা ৭টা থেকে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করে। 

Comments

The Daily Star  | English

Decision on Khaleda's application for treatment abroad by March 25: Anisul Huq

The government is yet to decide whether BNP Chairperson Khaleda Zia will be allowed to go abroad for treatment

2h ago