ডিজেলের দাম কমানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিজিএমইএ’র চিঠি
ডিজেলের দাম কমানোর অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।
গত ৩ অক্টোবর প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এ চিঠিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে উল্লেখ করে নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজারে ডিজেলের দাম সমন্বয় করার অনুরোধ জানানো হয়।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সই করা চিঠিটির একটি কপি দ্য ডেইলি স্টারের কাছে এসেছে।
চিঠিতে তিনি বলেন, 'আন্তর্জাতিক বাজারে দাম কমলেও অনেক কারখানার মালিককে বেশি দামে ডিজেল কিনে উৎপাদন চালাতে হচ্ছে।'
এতে বলা হয়, গত বছর প্রতি লিটার ডিজেল ৮০ টাকায় বিক্রি হয়েছিল। কিন্তু এ বছর দেশের বাজারে বিক্রি হচ্ছে ১০৯ টাকায়।
'লোডশেডিংয়ের ক্ষতি থেকে রক্ষা পেতে অনেক কারখানাই ডিজেল দিয়ে চলছে,' চিঠিতে বলা হয়।
কিন্তু ডিজেলের দাম বেশি হওয়ায় অনেকেই উৎপাদন চালিয়ে যেতে সমস্যায় পড়ছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
Comments