সেচ মৌসুমে ডিজেলের মজুত দেড় লাখ টন রাখার নির্দেশনা

ডিজেল মজুত
স্টার ফাইল ফটো

কৃষিসেচ মৌসুমে ডিজেলের মজুদ সার্বক্ষণিক দেড় লাখ মেট্রিক টন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই মৌসুমে কৃষিতে ডিজেল ১৩ লাখ ৯৭ হাজার ১২৯ মেট্রিক টন ও লুব অয়েল ৪৫ হাজার ৯৭১ মেট্রিক টনের প্রাক্বলিত চাহিদা রয়েছে।

আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

কৃষিসেচ মৌসুম-ডিসেম্বর ২০২২ থেকে মে ২০২৩ জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, গত ২০২১-২২ অর্থবছরে কৃষিখাতে ১১ লাখ ৫০ হাজার ৮৭৭ মেট্রিকটন জ্বালানি তেল ব্যবহৃত হয়েছে। যা মোট ব্যবহৃত জ্বালানি তেলের ১৬ দশমিক ৬৪ ভাগ।

কৃষিসেচ মৌসুমে দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষকগণের কাছে সঠিক সময়ে সরকার নির্ধারিত মূল্যে ডিজেল সরবরাহ কার্যক্রম মনিটরের জন্য গত ১ ডিসেম্বর থেকে বিপিসিতে 'কেন্দ্রীয় কন্ট্রোল সেল' খোলা হয়েছে।

সভায় ডিজেল বাফার স্টক, তেল সরবরাহের জন্য ট্যাংক-ওয়াগন বা রেল র‍্যাক নিশ্চিতকরণ, নৌপথের নাব্যতা সংরক্ষণ, তেল পাচার রোধ ও নৌঘাট সংক্রান্ত রাস্তার সংস্কার নিয়েও আলোচনা হয়।

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

48m ago