গ্রিড বিপর্যয়ের ঘটনায় বরখাস্ত হচ্ছেন ২ বিদ্যুৎ প্রকৌশলী

জাতীয় গ্রিডে বিপর্যয়ে সারা দেশ ব্লাকআউট হওয়ার ঘটনায় অবহেলার দায়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ২ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জাতীয় গ্রিডে বিপর্যয়ে সারা দেশ ব্লাকআউট হওয়ার ঘটনায় অবহেলার দায়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ২ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

গত ৬ অক্টোবর দেশব্যাপী ব্ল্যাকআউটের ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, 'আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।'

তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে পিজিসিবির একজন সহকারী প্রকৌশলী ও একজন উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, 'পাওয়ার গ্রিড বিপর্যয়ের জন্য দায়ী অন্যদের চিহ্নিত করে এই সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

২ প্রকৌশলীকে বরখাস্তের বিষয়ে পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ বিষয়ে এখনো কোনো জিও হয়নি, বিস্তারিত জানি না। তবে, শুনেছি এমন সিদ্ধান্ত হয়েছে।'

তবে পরে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তাদের নাম জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেয় পিজিসিবি। 

তারা হলেন-উপবিভাগীয় প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) আল্লামা হাসান বখতিয়ার, ও সহকারী প্রকৌশলী (এসপিএমডি, ঢাকা-১) মোঃ মোস্তাফিজুর রহমান।

বরখাস্তের বিষয়ে মন্তব্য জানতে তাদের দুজনের সঙ্গেই দ্য ডেইলি স্টার যোগাযোগ করলেও, তারা কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। 

 

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

3h ago