কাল থেকে সপ্তাহব্যাপী ঢাকার একাংশ-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে গ্যাস সরবরাহ বিঘ্ন

গ্যাস সঞ্চালন লাইনে কারিগরি কাজের জন্য আগামীকাল রোববার থেকে পরবর্তী ৭ দিন ঢাকার দক্ষিণাঞ্চল ও এর আশেপাশের এবং নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গ্রাহকরা গ্যাস সরবরাহ বন্ধ কিংবা চাপ কম থাকতে পারে।
গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গ্যাস সঞ্চালন লাইনে কারিগরি কাজের জন্য আগামীকাল রোববার থেকে পরবর্তী ৭ দিন ঢাকার দক্ষিণাঞ্চল ও এর আশেপাশের এবং নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গ্রাহকরা গ্যাস সরবরাহ বন্ধ কিংবা চাপ কম থাকতে পারে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিবৃতিতে বলা হয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে ঢাকার দক্ষিণাঞ্চলের জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও ও হরিপুর এবং নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে।

এই সময়ের মধ্যে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ৬০ কিলোমিটার দীর্ঘ বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি আকারের ট্রান্সমিশন লাইনে 'ইন্টেলিজেন্ট পিগিং' কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছে তিতাস।

Comments