এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বাসচাপা: চালকসহ গ্রেপ্তার ২

টোলপ্লাজায় বাসের ধাক্কায় দুমড়ে যায় একটি গাড়ি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় থেমে থাকা প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে বাসের ধাক্কায় ছয় জন নিহত হওয়ার ঘটনায় বাসের চালকসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বেপারি পরিবহনের বাসটির চালকও আছেন। তার নাম মোহাম্মদ নুরুদ্দিন। তাকে গত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া জানান, 'বাসে দুইজন স্টাফ ছিল বলে আমরা জানতে পেরেছি। হাইওয়ে পুলিশ ও র‍্যাবের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।'

মোহাম্মদ নুরুদ্দিন। ছবি সৌজন্য: র‍্যাব

দুর্ঘটনার বিষয়ে এখনও মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, 'শুধু বাস চালকের বিরুদ্ধে নয়, দুর্ঘটনায় অন্য যারা সংশ্লিষ্ট ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা হবে।'

গতকাল শুক্রবার টোলপ্লাজায় থেমে থাকা একটি প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলকে পেছন থেকে বেপারি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ছয় জন নিহত হন।

দুর্ঘটনার পর বাসটিকে জব্দ করা গেলেও চালক ও সহকারীরা পালিয়ে যান।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

14h ago