বল্লাল সেনের দিঘি থেকে পাথরের মূর্তি উদ্ধার
মুন্সিগঞ্জের রামপালের ঐতিহাসিক রাজা বল্লাল সেনের দিঘি থেকে প্রায় ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তির মস্তক উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের এনায়েতনগর এলাকার পাশে রাজা বল্লাল সেনের দিঘিতে মাটি কাটতে গিয়ে শ্রমিকরা কষ্টি পাথরের মূর্তির মস্তকটি দেখতে পায় এবং পরে তা উদ্ধার করা হয়।
স্থানীয় পূর্ব দেওসার গ্রামের শিপু হাওলাদার বলেন, 'আমাদের জমিতে কিছু শ্রমিক মাটি কাটার কাজ করছিল। এক পর্যায়ে তাদের কোদালের আঘাত মূর্তিতে গিয়ে পড়ে। তারা আমাদের খবর দিলে আমরা মূর্তির মস্তকটি উদ্ধার করে প্রশাসনের কাছে জমা দেই। তবে, মূর্তির বাকি অংশ পাওয়া যায়নি।'
তিনি আরও বলেন, 'সাধারণত এ ধরনের মূর্তি মাটির বেশ গভীরে পাওয়ার কথা। কিন্তু, মাত্র অল্প একটু মাটি কাটার পরেই এটা বের হয়ে আসে। বিষয়টি উপস্থিত সবাইকে অবাক করে।'
এদিকে রামপালের দিঘিতে পাওয়া প্রাচীন মূর্তির মস্তকটি স্থানীয় রামপাল ইউনিয়ন পরিষদের সচিব মো. কবির হোসেন মাটি শ্রমিকদের কাছ থেকে বুঝে নেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেজারত শাখার সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারী মূর্তিটি বুঝে নিয়েছেন।
সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম বারী এ বিষয়ে বলেন, 'প্রাথমিক পরীক্ষার পরে জানতে পারি মূর্তিটির ওজন ৪ কেজি ৭৮৯ গ্রাম। এটি কষ্টি পাথরের মূর্তি কিনা যাচাই বাছাইয়ের জন্য ঢাকায় ল্যাবে-টেস্টে পাঠানো হবে।'
Comments