রামপাল কেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা পৌঁছেছে মোংলায়

বর্তমানে জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ চলছে।
কয়লাবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে চীনা পতাকাবাহী জাহাজ।

আজ শনিবার ভোর ৫টায় জাহাজটি বন্দরের হাড়বাড়ীয়ায় পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেছেন এমভি জে হ্যায় জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক।

তিনি জানান, ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে চীনা পতাকাবাহী জাহাজটি ভোর ৫টায় মোংলা বন্দরে এসে পৌঁছেছে। বর্তমানে জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ চলছে।

গত ২১ মে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশে জাহাজটি ছাড়ে।

এর আগে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য গত ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টিতে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা মোংলায় পৌঁছায়। 

Comments

The Daily Star  | English

Forex holdings in banks fall in August

Commercial banks witnessed a drop in foreign currencies last month from that in the preceding month mainly due to a sharp fall year-on-year in the inflow of remittance and a relatively small growth in export earnings.

1h ago