১৪ বছরে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে ১ লাখ ৫ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

বিদ্যুৎ সরবরাহের উন্নতি নেই
প্রতীকী ছবি

আওয়ামী লীগ সরকার তাদের চলতি ৩ মেয়াদে ৮২টি বেসরকারি এবং ৩২টি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ বাবদ মোট ১ লাখ ৪ হাজার ৯২৬ কোটি ৮১ লাখ টাকা পরিশোধ করেছে।

জাতীয় সংসদে আজ মঙ্গলবার সংসদ সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বর্তমান আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসে। অর্থাৎ গত ১৪ বছরে বিদ্যুৎকেন্দ্রগুলো এই ক্যাপাসিটি চার্জ পেয়েছে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ৭ হাজার ৪৫৫ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডকে। রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৩৪১ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে অ্যাগ্রেকো ইন্টারন্যাশনাল প্রজেক্টকে।

তিনি ৮২টি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ও ৩২টি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামের তালিকা এবং তাদের দেওয়া ক্যাপাসিটি চার্জের তালিকা তুলে ধরেন।

Comments

The Daily Star  | English

India imposes immediate ban on jute product imports from Bangladesh via land ports

The goods are bleached and unbleached woven fabrics of jute or other bast fibre, twine, cordage and cables of jute besides sacks and bags of jute

4h ago