বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ

মার্চে আবার উত্তোলন শুরুর সম্ভাবনা
মার্চে পুনরায় উত্তোলন শুরুর সম্ভাবনা
বড়পুকুরিয়া কয়লা খনি | স্টার ফাইল ফটো

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের খনিতে কয়লা উত্তোলন বন্ধ করা হয়েছে।

খনির এক হাজার ৪১২ নম্বর ফেজের (নির্গমন মুখ) মজুত শেষ হওয়ায় আজ শনিবার ভোর ৬টা থেকে কর্তৃপক্ষ উত্তোলন বন্ধ করে।

কয়লা খনির কর্মকর্তারা জানান, চলতি বছরের ১২ অক্টোবর থেকে এক হাজার ৪১২ নম্বর ফেজের কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেজ থেকে দুই লাখ ২০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল। এই ফেজ থেকে কয়লা উত্তোলনের জন্য ব্যবহৃত সরঞ্জামাদি নতুন ফেজে (এক হাজার ২০৯) স্থানান্তর ও স্থাপন করতে প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগবে। নতুন ফেজে তিন লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

আগামী ২০২৪ সালের মার্চের প্রথম সপ্তাহে পুনরায় কয়লা উত্তোলন শুরুর আশা করছে খনি কর্তৃপক্ষ। বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনি ইয়ার্ড ও তাপবিদ্যুৎ কেন্দ্রের ইয়ার্ডে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, 'খনির এক হাজার ৪১২ নম্বর ফেজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হওয়ায় নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন করে কয়লা উত্তোলন করা হবে। নতুন ফেজ তৈরি ও যন্ত্রপাতি স্থাপন করা খনির নিয়মিত একটি কাজ। আশা করা যাচ্ছে নতুন বছরের মার্চের প্রথম সপ্তাহে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হবে।'

Comments