নদী খননে লাইন কাটা পড়ে গ্যাস বিচ্ছিন্ন নেত্রকোণা

নেত্রকোণা
স্টার অনলাইন গ্রাফিক্স

নেত্রকোণায় নদী খনন করার সময় তিতাস গ্যাসের লাইন কাটা পড়ায় গতকাল শুক্রবার বিকেল ৪টা থেকে পুরো জেলায় তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

জেলার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড জানায়, নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় সোয়াইর নদ খনন কাজ চলছিল।

গতকাল বিকেল ৪টার দিকে ওই এলাকার চর মইলাকান্দা গ্রামে নদী খনন করার সময় খননযন্ত্রে লেগে তিতাস গ্যাসের লাইন কেটে যায়। এরপর পুরো নেত্রকোণা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংকটে পড়েন পরিবহন চালকরা। শহরের বাসাবাড়িতে রান্নার কাজ ব্যাহত হচ্ছে। এতে করে জেলার প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।

জানতে চাইলে নেত্রকোণা তিতাস গ্যাস ম্যানেজার সুমঙ্গল গোলদার বলেন, লাইনটি কাটা পড়ার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোওয়ার জাহান বলেন, ঢাকা থেকে তিতাস গ্যাসের প্রকৌশলীরা আসছেন। আশা করছি দুপুরের মধ্যে লাইনটির সংস্কার কাজ শুরু হলে বিকাল ৪টা নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

Comments

The Daily Star  | English
august 5 public holiday in Bangladesh

Govt to declare Aug 5 as public holiday

"Every year this day will be observed as the student-led people's uprising day"

1h ago