তেল দিচ্ছে না পেট্রল পাম্প, যে কারণ জানাল মালিক সমিতি

রাজধানীর পেট্রল পাম্পগুলোতে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। ছবি: প্রবীর দাশ/স্টার

দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর একদিন পরেই রাজধানীতে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট।

ভুক্তভোগীরা জানিয়েছেন, গতকাল রাত থেকেই কিছু কিছু পেট্রল পাম্প থেকে তেল দেওয়া হচ্ছিল না। আজ রোববার সকাল থেকে ঢাকার বেশিরভাগ পাম্পই কার্যত বন্ধ রয়েছে। জ্বালানি তেল সংগ্রহে এই পাম্প থেকে ওই পাম্পে ঘুরে ঘুরে ফিরে যাচ্ছেন ক্রেতারা।

রাজধানীর আসাদগেট এলাকার একটি পেট্রল পাম্পে সুজন নামে এক মোটরসাইকেল চালকের সঙ্গে দ্য ডেইলি স্টারের কথা হয়। 

তিনি বলেন, 'সকাল থেকে শ্যামলী ও আসাদগেট এলাকার প্রায় ১০টি পাম্পে গিয়েছি। সবখানেই বলেছে তেল নেই। দাম কমে যাওয়ার অজুহাতে তেল দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। দাম বেড়ে গেলে ঠিকই বিক্রি চালু রাখতো।'

মিরপুর থেকে আসা আরেক মোটরসাইকেল আরোহী বলেন, 'গতরাতে বাসায় ফেরার সময় তেল নিতে গিয়ে পাইনি। আজ সকালেও এসে দেখি পাম্প বন্ধ। বলছে, তেল নেই। কোনো পূর্ব ঘোষণা ছাড়া এভাবে তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় আমার মতো আরও অনেকেই চরম দুর্ভোগে পড়েছেন।'

হঠাৎ করে উদ্ভূত এই সমস্যা নিয়ে বেশিরভাগ পাম্পের ম্যানেজারই কথা বলতে রাজি হননি।

তবে মৎস্যভবন এলাকার এক পাম্পের কর্মী নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, 'গতকাল জ্বালানি তেলের দাম কমিয়ে প্রজ্ঞাপন জারির খবরে রাতেই পাম্পগুলোতে সংরক্ষিত তেল প্রায় শেষ হয়ে যায়। সকালে নতুন তেলের গাড়ি না আসায় আমরা ক্রেতাদের চাহিদামত তেল সরবরাহ করতে পারছি না। এ কারণে পাম্প বন্ধ রাখা হয়েছে।'

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, 'শুক্র-শনিবার তেলের গাড়িগুলো বন্ধ থাকায় প্রতি রোববার সকালে এমনিতেই একটু সংকট থাকে। এটা স্বাভাবিক। তবে আজ স্বাভাবিকের তুলনায় একটু দেরি হচ্ছে, কারণ তেলের দাম বাড়লে-কমলে প্রতিটা ডিপোতে বিপিসির অডিট টিম গিয়ে স্টক যাচাই করে। তারপর তেলের ডেলিভারি হয়। আজ বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।'

Comments

The Daily Star  | English

What's causing the unrest among factory workers?

Kalpona Akter, labour rights activist and president of Bangladesh Garment and Industrial Workers Federation, talks to Monorom Polok of The Daily Star about the recent ready-made garments (RMG) workers’ unrest.

8h ago