সুন্দরবনে বাঘ শুমারির ৮টি ক্যামেরা চুরি

royal_bengal_tiger.jpg
সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। ছবি: সংগৃহীত

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকি অভয়ারণ্য এলাকা থেকে বাঘ গণনায় ব্যবহৃত ট্র্যাকিং ক্যামেরার ৮টি চুরি করেছে দুর্বৃত্তরা।

বন দপ্তরের কর্মকর্তারা এখনো এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পারেননি।

আজ বৃহস্পতিবার বিকেলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ক্যামেরা ট্র্যাপিং প্রযুক্তি ব্যবহার করে সুন্দরবনের বাঘ শুমারি-২০২৩ চলছে। সুন্দরবনের বিভিন্ন এলাকায় গাছে ক্যামেরা বসানোর জন্য একটি দল কাজ করছে। সাতক্ষীরা রেঞ্জে প্রায় ৩৭৬টি ক্যামেরা বসানো হলেও নোটাবেঁকি অভয়ারণ্য এলাকায় লাগানো ৮টি ক্যামেরা চুরি হয়েছে। বিষয়টি সম্প্রতি বন কর্মকর্তাদের নজরে আসে।'

Comments

The Daily Star  | English

UP chairmen’s absence: People suffer amid service disruptions

The situation worsened after the launch of "Operation Devil Hunt" in early February

10h ago