বন্যপ্রাণী

শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে রবিজল হক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে রবিজল হক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার কাংশা ইউনিয়নের টিলাপাড়া এলাকায় গত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রবিজল কাংশা ইউনিয়নের তাওয়াকুচার টিলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি কৃষি কাজের পাশাপাশি সারের ব্যবসা করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, খাদ্যের খোঁজে এক পাল হাতি গতকাল ধান খেতে ঢুকে পড়ে। কৃষকরা মশাল ও লাঠি হাতে হাতি তাড়ানোর চেষ্টা করে। সে সময় হাতির পায়ে পিষ্ট হয়ে রবিজল গুরুতর আহত হন। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারা আরও বলেন, টিলাপাড়ার পাহাড়ে কিছু দিন ধরে হাতির পাল আসছে, ফসলের ক্ষতি করছে।

মনিরুল আরও বলেন, ওই কৃষকের মরদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments