বন্যপ্রাণী

নেত্রকোণায় ধানখেতে পড়েছিল মৃত হাতি

নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় ধানখেত থেকে একটি মৃত বন্য হাতি উদ্ধার করেছে বন বিভাগ।
netrokona_elephant.jpg
ছবি: সংগৃহীত

নেত্রকোণার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় ধানখেত থেকে একটি মৃত বন্য হাতি উদ্ধার করেছে বন বিভাগ।

আজ শুক্রবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের বেতগড়া এলাকার একটি ধানখেতে স্থানীয় বাসিন্দারা মৃত হাতিটি দেখতে পান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খান জানান, মৃত হাতির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণ করা হচ্ছে, কাদায় আটকে হাতিটির মৃত্যু হয়েছে। বেশি বয়স হওয়ার কারণেও মৃত্যু হতে পারে। বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বন বিভাগের দূর্গাপুর রেঞ্জের কর্মকর্তা সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Comments