মা হারা সেই হাতি শাবকটিকে বাঁচানো গেল না

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুলাহাজারা সাফারি পার্কে মা হারা সেই হাতি শাবকটি মারা গেছে।
আজ শুক্রবার পার্কের ইনচার্জ মঞ্জুর আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে হাতি শাবকটি মারা যায়।
তিনি আরও জানিয়েছেন, হাতি শাবকটি ভাইরাল ইনফেকশনে মারা গেছে।
কঙ্কালসার শাবকটিকে প্রায় চার মাস আগে টেকনাফ পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল। জন্মের সময় মা হাতিটির মৃত্যু হয়।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শাবকটি অসুস্থ হয়ে পড়ে এবং আইসোলেশন কেন্দ্রে মারা যায়।
মঞ্জুর বলেন, মায়ের দুধ না পাওয়ায় শাবকটির রোগ প্রতিরোধ কম ছিল।
'ওর দেখাশোনার জন্য আমরা একটি মেডিকেল টিম গঠন করেছিলাম,' বলেন তিনি।
তিনি আরও বলেন, হাতি শাবকটিকে পর্যাপ্ত খাবার ও দুধ সরবরাহ করা হয়েছে, কোনো কমতি রাখা হয়নি।
তবে, শাবকটিকে প্রতিদিন কতটুকু দুধ দেওয়া হতো তা জানাতে পারেননি তিনি।
Comments