বন্যপ্রাণী

গ্রামবাসীর ফাঁদে শাবকসহ মেছো বাঘ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গ্রামবাসীর ফাঁদে শাবকসহ আটকা পড়েছে একটি মেছো বাঘ। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা মেছো বাঘ ২টি উদ্ধার করে অবমুক্ত করেছেন।
আটকা পড়া মেছো বাছ ও এর শাবক। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গ্রামবাসীর ফাঁদে শাবকসহ আটকা পড়েছে একটি মেছো বাঘ। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা মেছো বাঘ ২টি উদ্ধার করে অবমুক্ত করেছেন।

আজ সোমবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামের খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে হাঁস-মুরগি নিখোঁজ হতে থাকায় সলেমান মোল্লা নামের এক কৃষক তার বাড়ির পাশে বাঁশ দিয়ে ফাঁদ তৈরি করেন। রোববার রাতের কোনো এক সময় মেছো বাঘটি শাবকসহ ওই ফাঁদে আটকা পড়ে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বসির উদ্দিন জানান, সকালে খবর পেয়ে তিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও বন বিভাগের কর্মকর্তাদের অবহিত করেন। পরে তারা এসে মেছা বাঘ ২টিকে নিয়ে যান।

খুলনা বন বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান জানান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় শাবকসহ মেছো বাঘটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

Comments