সুন্দরবন থেকে মৃত বাঘ উদ্ধার
পশ্চিম সুন্দরবন থেকে অর্ধগলিত একটি মৃত বাঘ উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের সদস্যরা।
আজ রোববার সকাল ৯টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) নূর আলমের নেতৃত্বে সুন্দরবনের কলাগাছিয়ার কাছে মুরালীখাল থেকে মৃত বাঘের হাড়গোড় উদ্ধার করা হয়।
নূর আলম জানান, সকালে জেলেদের কাছে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি পশ্চিম সুন্দরবেরন সাতক্ষীরা রেঞ্জের পর্যটন এলাকা কালাগাছিয়া এলাকায় যান।
তিনি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়স্ক বাঘটি মাসখানেক আগে মারা গেছে। বাঘটির দাঁত ও নখ অক্ষত থাকলেও চামড়ার একাংশ পচে নষ্ট হয়ে গেছে। দুর্গন্ধ ছড়াচ্ছিল।'
দীর্ঘদিন ধরে একটি বয়স্ক পুরুষ বাঘ ওই এলাকায় অবস্থান করতো বলে জানান তিনি।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, 'মৃত বাঘটির কিছু অংশ ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে কি কারণে বাঘটি মারা গেছে।'
অর্ধগলিত বাঘটি সাতক্ষীরা রেঞ্জ অফিস এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে।
এ ঘটনায় শ্যামনগর থানায় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুর আলম বাদি হয়ে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুল ইসলাম বাদল।
Comments