চট্টগ্রামে ‘পাহাড় থেকে পড়ে’ হাতি শাবকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে একটি হাতি শাবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের দুইল্লাঝিরি এলাকা থেকে মরদেহ উদ্ধার করে বন বিভাগ।
বন্যপ্রাণী বিভাগের চট্টগ্রামের জলদী রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, 'স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা হাতির মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে হাতিটির বয়স আনুমানিক দেড় বছর। ময়নাতদন্তের পরে মাটিচাপা দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করছি পাহাড় থেকে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত কারণ জানা যাবে।'
এ ঘটনায় বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, জানান আনিসুজ্জামান।
Comments