বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের ইছহাক মেম্বারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কালু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ইছহাক মেম্বারপাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, ভোরের দিকে খাবারের খোঁজে পাহাড় থেকে বন্য হাতির একটি পাল লোকালয়ে নেমে আসে। পরে হাতিগুলো ধান-চালের খোঁজে ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ঘুমিয়ে থাকা কালু হাতির আক্রমণে গুরুতর আহত হন। হাতির পাল সরে যাওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন।

সরই ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন জানান, এলাকায় মাঝেমধ্যেই হাতির আক্রমণের ঘটনা ঘটছে। রাতে আগুন জ্বেলে বাড়িঘর পাহারা দিয়েও রক্ষা পাওয়া যাচ্ছে না। ভোরে নেমে আসা হাতিগুলো এখনো এলাকায় অবস্থান করছে।

এ ব্যাপারে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহীর ভাষ্য, পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতিগুলো প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে। আজকের ঘটনা তদন্ত করে বিধি অনুসারে মৃত কালুর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে কালুর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ৬ জানুয়ারি দিবাগত রাতে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুমারী এলাকায় ফসল রক্ষায়  বিদ্যুতের তারে জড়িয়ে একটি গর্ভবতী হাতি মারা যায়। পরে হাতির পালের আক্রমণে ফরিদুর আলম নামে এক কৃষক মারা যান।

Comments

The Daily Star  | English
rise of foreign investment in Bangladesh

Bangladesh draws growing attention of foreign investors

Says Uber official in an interview with The Daily Star

12h ago