টাঙ্গাইলে রাইস মিলের শেড ধসে ৩ শ্রমিক নিহত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইলে একটি রাইস মিলের শেড ধসে ৩ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক শ্রমিক গোপালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
রাইস মিল
ডুবাইলের একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইলে একটি রাইস মিলের শেড ধসে ৩ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক শ্রমিক গোপালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে গোপালপুরের ডুবাইলে একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুড়িগ্রাম জেলার পাচগাছি ইউনিয়নের আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রামের নুরুল ইসলাম (৩৫) ও নাঈমুল ইসলাম। তারা ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) সোহেল রানা রাত সোয়া ১০টার দিকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

তিনি বলেন, 'ঘটনাস্থল থেকে দুজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অপর দুজনকে উদ্ধার করে গোপালপুর থান স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১ জন মারা যান।'

গোপালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোপালপুর স্টেশন অফিসার রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, রাইস মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। 

সেখানে মিলের ক্যারিংয়ের একটি অংশ (হপার) শেডসহ ধসে শ্রমিকরা নিচে চাপা পড়েন বলে জানান তিনি।

গোপালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী ডেইলি স্টারকে জানান, দুজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। অপরজন হাসপাতালে আনার পরপরই মারা যান।

Comments