পাহাড় কেটে মাদ্রাসা, ১১ জনের বিরুদ্ধে মামলা
পাহাড় কেটে কওমি মাদ্রাসা ও অন্যান্য স্থাপনা তৈরির অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়।
আজ মঙ্গলবার নগরীর বায়েজিদ থানায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মতিন।
আসামিরা হলেন- মুহাম্মদ আবু তৈয়ব, মোস্তাক আহমেদ, আজিজুল হক, আবদুল মান্নান, আবদুল মাবুদ, ইমরান হোসেন, আনছার উল্লাহ, রোকেয়া বেগম, সিপহাতুল জান্নাত, কামরুন নাহার ও দেলোয়ার হোসেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কওমি মাদ্রাসাটির অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়বের নেতৃত্বে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ, কূপ তৈরিসহ বিভিন্ন কর্মকাণ্ড চালানো হয়েছে। অভিযুক্তরা প্রায় ১ লাখ ঘনফুট পাহাড় কেটেছে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মতিন বলেন, পরিবেশ অধিদপ্তরের একটি টিম ২ দফা ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পেয়েছে। তাই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Comments