কারখানার ট্যাংক ফেটে ফসলি জমিতে ডিজেল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি কারখানার ট্যাংক ফেটে প্রায় ৩ হাজার লিটার ডিজেল আশপাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়েছে।
সিপির কারাখানার ট্যাংক ফেটে পাশের জমিতে ছড়িয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি কারখানার ট্যাংক ফেটে প্রায় ৩ হাজার লিটার ডিজেল আশপাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়েছে।

আজ বুধবার ভোরে উপজেলার টেরিয়াল বাজার এলাকায় সিপি বাংলাদেশ লিমিটেডের (চট্টগ্রাম হ্যাচারি) জ্বালানি তেল সংরক্ষণের ট্যাংক ফেটে যায়। 

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।   

এ ঘটনায় জমিতে তেল ছড়িয়ে পড়ায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় কৃষক আবু বক্কর দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডিজেল ছড়িয়ে পড়ায় আমাদের ফসল নষ্ট হয়ে যাবে। আমরা কারখানা কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেছি।'

দুর্ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের একটি দল ডিজেলের নমুনা সংগ্রহ করেছে বলে পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, 'কারখানার জেনারেটর চালানোর জন্য সেখানে ৩টি ট্যাংকে প্রায় ৯ হাজার লিটার ডিজেল মজুত করা ছিল। এর মধ্যে একটি ট্যাংক ফেটে প্রায় ১ একর ফসলি জমিতে ডিজেল ছড়িয়ে পড়েছে।'

স্থানীয়রা ও কারখানার কর্মকর্তারা কিছু ডিজেল সংগ্রহ করেছেন বলে জানান তিনি।

আশরাফ উদ্দিন বলেন, 'কারখানা কর্তৃপক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে। তাদের জরিমানা করা হবে।'

যোগাযোগ করা হলে সিপি বাংলাদেশ লিমিটেডের (চট্টগ্রাম হ্যাচারি) ব্যবস্থাপক বিল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'ভোরে ট্যাংকটি ফুটো হয়ে কারখানার আশপাশের জমিতে ডিজেল ছড়িয়ে পড়ে। আমরা ইতোমধ্যে জমি থেকে ডিজেল সরিয়ে নিয়েছি।'

'ক্ষতিগ্রস্ত জমির মালিকদের আমরা যোগাযোগ করতে বলেছি,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

2h ago