সিলেটে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ

সিলেট নগরীর কালীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
ছবি: সংগৃহীত

সিলেট নগরীর কালীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুল হুদা।

তিনি জানান, আদালত কালীঘাট এলাকার ৬টি দোকান ও গুদাম থেকে ৩ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করেন এবং প্রতিষ্ঠানগুলোকে মোট ২ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ ২০০২ সালে পলিথিন ও প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করে। পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয় এবং সংরক্ষণ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (২০১০ সালে সংশোধিত) এর ধারা ৬(ক) এর লঙ্ঘন।

Comments