পরিবেশ

সাংবাদিককে মারধরকারী ইউপি সদস্যের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

চট্টগ্রামে সাংবাদিককে আটকে রেখে মারধরকারী ইউপি সদস্যের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 
রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত এবিসি নামের সেই ইটভাটা উচ্ছেদ করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সাংবাদিককে আটকে রেখে মারধরকারী ইউপি সদস্যের অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। 

আজ সোমবার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত এবিসি নামের সেই ইটভাটা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

গত ২৫ ডিসেম্বর সংবাদ সংগ্রহের সময় এই অবৈধ ইটভাটার ছবি তুললে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক আবু আজাদকে দেড় ঘণ্টা আটকে রেখে মারধর করা হয়েছিল। এ ইটভাটার মালিক ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন তালুকদার মোহন।

ঘটনার একদিন পর ২৬ ডিসেম্বর রাঙ্গুনিয়া মডেল থানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক আবু আজাদ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবিসি ইটভাটার কোনো লাইসেন্স না থাকায় সেটির চুল্লি, চিমনি এবং ইটভাটায় থাকা কাঁচা-পাকা প্রায় এক লাখ ইট গুঁড়িয়ে দেওয়া হয়েছে।'

এ ছাড়া, পাহাড় থেকে মাটি কাটার দায়ে উপজেলার বেতাগী ইউনিয়নের কেবিএম ইটভাটার মালিক মো. কামাল উদ্দীনকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

Comments