অপরিকল্পিত অবকাঠামো-অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে সেন্টমার্টিন: সংসদীয় কমিটি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘অপরিকল্পিত অবকাঠামো এবং অব্যবস্থাপনায় ধ্বংসের দ্বারপ্রান্তে সেন্টমার্টিন। এ অবস্থা চলতে থাকলে আগামী ৫ বছর পর দ্বীপের অবস্থা কী পর্যায়ে যাবে তা চিন্তারও বাইরে। কোনো পর্যটক এখানে আসবে কি না সন্দেহ।’
সেন্টমার্টিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, 'অপরিকল্পিত অবকাঠামো এবং অব্যবস্থাপনায় ধ্বংসের দ্বারপ্রান্তে সেন্টমার্টিন। এ অবস্থা চলতে থাকলে আগামী ৫ বছর পর দ্বীপের অবস্থা কী পর্যায়ে যাবে তা চিন্তারও বাইরে। কোনো পর্যটক এখানে আসবে কি না সন্দেহ।'

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যদের সঙ্গে আজ শনিবার সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

দুপুরে কমিটি প্রথমবারের মতো দ্বীপে বৈঠক করে।দ্বীপের তথ্যসেবা কেন্দ্রে বিকেল ৪টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বৈঠক শেষে সাংবাদিকদের উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, 'বর্তমানে দ্বীপের সবখানেই যেন হযবরল অবস্থা, অপরিকল্পিত স্থাপনা। সেন্টমার্টিন দ্বীপকে একটি পরিকল্পিত এবং পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করার জন্য সংসদীয় কমিটি সরকারকে জানাবে। ২৫ বছর আগে সেন্টমার্টিনের দ্বীপের অবস্থা এ রকম ছিল না। তখন অনেক গোছানো ছিল। আগামী দিনের সেন্টমার্টিন দ্বীপ গড়ে তুলতে হবে প্রকৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব পরিকল্পিত অবকাঠামো নির্মাণের মাধ্যমে।'

সভায় স্থায়ী কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক ও বেগম কানিজ ফাতিমা আহমেদ যোগ দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিজুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুর রহমান, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও মোস্তাক আহমেদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

কমিটি মহেশখালীর সোনাদিয়া দ্বীপ পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে।

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 28 due to the heatwave sweeping over the country

20m ago