চট্টগ্রামে ডিজেলবাহী ওয়াগন লাইনচ্যুতের ঘটনার ৪ জনকে শাস্তির সুপারিশ

চট্টগ্রামের হালিশহরে ট্রেন লাইনচ্যুত হয়ে তেলের ওয়াগন থেকে ৪০ হাজার লিটার ডিজেল ড্রেন দিয়ে খালে চলে গেছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে অবস্থিত রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) ডিজেল ভর্তি ওয়াগন উল্টে যাওয়ার ঘটনায় ৪ জনকে দায়ী করে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করেছে রেলওয়ে গঠিত তদন্ত কমিটি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবিদুর রহমান।

গত রোববার তদন্ত রিপোর্ট জমা দেয় কমিটি।

অভিযুক্তরা হলেন—লোকোমাস্টার আব্দুল ওয়াদুত, সহকারী লোকোমাস্টার মো. ওয়াদুদ, ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সারোয়ার ও ম্যাট নাজিম উদ্দিন।

কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে তেলবাহী ট্রেনটি চালানো হচ্ছিল এবং নিয়ম না মেনে ব্রেক করেন লোকোমাস্টার। এ ছাড়া, রেললাইনটি ত্রুটিপূর্ণ ছিল। তাই এই দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।'

আবিদুর রহমান বলেন, 'কী পরিমাণ তেল পড়েছে, সেটি জানতে আরও সময় লাগবে।'

'তদন্ত কমিটির সুপারিশসহ প্রতিবেদনটি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে', বলেন তিনি।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা (পদ্মা, মেঘনা, যমুনা) থেকে সিজিপিওয়াই প্রবেশ পথে লাইনচ্যুত হয় ডিজেল ভর্তি ৩টি ওয়াগন। যেগুলোতে রেলওয়ের নিজস্ব ব্যবহারের জন্য তেল নেওয়া হচ্ছিল। সিজিপিওয়াই থেকে তেলগুলো ঢাকায় যাওয়ার কথা ছিল।

 

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

19m ago