চট্টগ্রাম

সংরক্ষিত বনের ১০০ গাছ কেটেছে দুর্বৃত্তরা, মামলা হয়নি ৫ দিনেও

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে একটি সংরক্ষিত বন থেকে অন্তত ১০০টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে একটি সংরক্ষিত বন থেকে অন্তত ১০০টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

গত বুধবার গাছ কাটার বিষয়টি জানাজানি হলেও, আজ রোববার পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা করেনি বন বিভাগ।

স্থানীয় ও বন বিভাগের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতায় কালীপুর রেঞ্জের অধীনে সাধনপুর বিটের লটমনি মৌজার সংরক্ষিত বনটির গাছগুলো কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

কাটা গাছগুলো আকাশমনি প্রজাতির, বেশিরভাগ গাছ পরিপক্ক এবং বয়স ১০-১২ বছর।

স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তদের সুবিধা দিতে মামলা দায়ের ও কাটা গাছগুলো উদ্ধারে গড়িমসি করছে বনবিভাগ।

লটমনি এলাকার বাসিন্দা মোহাম্মদ এমরান ডেইলি স্টারকে বলেন, 'চিহ্নিত বনখেকোরা গাছগুলো কেটেছে। বন বিভাগ তাদের চেনে। বন বিভাগের একদল অসাধু কর্মীদের সঙ্গে ওই গাছ চোরদের ওঠাবসা আছে। তাই বিষয়টি গড়িমসি করে চেপে যাওয়ার চেষ্টা করছে বন বিভাগ।'

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

যোগাযোগ করা হলে কালীপুর রেঞ্জের রেঞ্জার মনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামিদের চিহ্নিত করতে সময় লাগছে। তাই মামলা দায়েরে দেরি হয়েছে। আমরা মামলার নথি তৈরি করছি। দ্রুত সময়ের মধ্যে আদালতে মামলা দায়ের করব।'

তিনি বলেন, 'গত শনিবার আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে কেটে ফেলা গাছের ২৫ টুকরো জব্দ করতে পেরেছি।'

তবে কেটে ফেলা বেশিরভাগ গাছ বেহাত হয়ে গেছে বলে স্বীকার করেন তিনি।

প্রকাশ্যে কীভাবে সংরক্ষিত বন থেকে গাছ কাটা পড়ল, জানতে চাইলে মনোয়ার হোসেন বনকর্মী সংকটের অজুহাত দেন। তিনি বলেন, 'আমার বিটে একজন ফরেস্টারসহ ৪ জন স্টাফ রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অর্ধেক। অল্প কর্মী দিয়ে প্রায় দুই হাজার একর পাহাড়ি বন ঠিকভাবে দেখাশোনা করা কঠিন।'

Comments

The Daily Star  | English

10-day holiday for Eid-ul-Azha

The decision was made today at a meeting of the advisory council at the Secretariat

37m ago