ফটিকছড়ির সংরক্ষিত বন থেকে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের ফটিকছড়ির হাজারীখিল রেঞ্জের হারুয়ালছড়িতে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামের আদালত এই সাজা দেন।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের হাজারীখিল রেঞ্জের রেঞ্জার তারিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সংরক্ষিত বনে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তারমধ্যে একটি চক্র বনের মধ্যে প্রবাহিত খাল থেকে বালু উত্তোলন করছিল। গোপন সংবাদেরভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২ জনকে আটক করা হয়। তারা অপরাধ স্বীকার করলে আদালত ১৫ দিন করে কারাদণ্ড দেন।'

তিনি বলেন, 'দণ্ডপ্রাপ্তরা কারাগারে আছেন। রোববার তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হবে। পাশাপাশি চক্রটি সম্পর্কে তদন্ত চলছে। অন্য অভিযুক্তদের পেলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।'

Comments