আরিচা-কাজিরহাটে ৭ ঘণ্টা, পাটুরিয়া-দৌলতদিয়ায় ৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
ঘনকুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে।
আজ বুধবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, 'নৌপথে দুর্ঘটনা এড়াতে আজ ভোররাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।'
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে ৬ ফেরি ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ৯ ফেরি আছে বলে জানান তিনি।
'আজ ভোররাত সোয়া ২টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল বন্ধ আছে' উল্লেখ করে বিআইডব্লিউটিসি কর্মকর্তা আরও বলেন, 'যমুনায় একটি ফেরি আটকা পড়ে আছে।'
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়া যানবাহনের যাত্রী, চালক ও সহযোগীরা ভোগান্তিতে পড়েছেন।
Comments