পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে সোয়া ১১ ঘণ্টা পর।
ফেরি চলাচল শুরু
পাটুরিয়া ফেরিঘাট। ছবি: ফাইল ফটো/সংগৃহীত

ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে সোয়া ১১ ঘণ্টা পর।

আজ রোববার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'নৌপথে দুর্ঘটনা এড়াতে গতকাল রাত সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।'

'এখন ২ নৌপথেই ফেরি চলছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
Mahmudullah

Mahmudullah announces retirement from T20Is after India series

Mahmudullah Riyad has announced that he will retire from T20Is after the completion of the ongoing three-match T20I series between Bangladesh and India. He made the announcement in the pre-match press conference before the second T20I in Delhi. 

20m ago