আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

সকাল সাড়ে ৬টায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়
ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর সকাল থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি: স্টার

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ৬টায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি বলেন, 'নৌপথের দুর্ঘটনা এড়াতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় আরিচা-কাজিরহাট নৌপথের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে  মানিকগঞ্জের আরিচা ঘাটে আটকা পড়ে ফেরি রোকেয়া, শাহ আলী, সুফিয়া এবং পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়ে ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন। ভোগান্তিতে পড়ে ফেরিতে আটকে পড়া যাত্রী ও যানবাহনের চালক-সহযোগীরা।

এদিকে, রাত ১টা ২০ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে ভোর পৌনে ৬টায় শুরু হয়। কুয়াশার মাত্রা বেড়ে গেলে সকাল সাড়ে ৭টায় আবারও এই নৌপথের ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০টার দিকে আবারও ফেরি চলাচল শুরু হয় বলেন জানান শাহ মো. খালেদ নেওয়াজ।

Comments