৫৫ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরির সহকারী মাস্টারের

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে গত বুধবার সকালে পদ্মায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’।
পদ্মায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে পাটুরিয়া পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। ছবি: জাহাঙ্গীর শাহ/স্টার

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে গত বুধবার সকালে পদ্মায় ডুবে যাওয়া ফেরি উদ্ধারে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ 'প্রত্যয়'।

আজ শুক্রবার দুপুর সোয়া ২টায় পাটুরিয়া ঘাটে পৌঁছে সোয়া ৩টায় উদ্ধার কাজে যোগ দিয়েছে 'প্রত্যয়'। 

ঘটনার ৫০ ঘণ্টা পেরিয়ে গেলেও, এখনো নিখোঁজ আছেন ডুবে যাওয়া ফেরির সহকারী মাস্টার হুমায়ুন কবীর (৩৯)।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বুধবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলকারী রজনীগন্ধা ফেরিটি টার্মিনাল-৫ এর কাছে কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ ভ্যানসহ নয়টি পণ্যবোঝাই যানবাহন নিয়ে ডুবে যায়।

ঘটনার প্রায় ৫০ ঘণ্টা পার হলেও, উদ্ধারকাজের তেমন অগ্রগতি হয়নি। বুধবার দুটি এবং বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় একটি ট্রাক উদ্ধারের পর আর কোনো গাড়ি কিংবা নিখোঁজ সহকারী মাস্টার হুমায়ুন কবীরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের চামড়া ব্যবসায়ী ও ট্রাক মালিক পলাশ খান ডেইলি স্টারকে বলেন, 'তিন দিন পার হয়ে গেল, আমার ট্রাকটি এখনো উদ্ধার করতে পারলো না। গাড়িতে গরুর চামড়া আছে। ঋণ করে গাড়ি কিনে ব্যবসা করছি। কর্তৃপক্ষ সহযোগিতা না করলে সর্বস্বান্ত হয়ে যাব।'

কুষ্টিয়ার তুলা ব্যবসায়ী ও ট্রাক মালিক আনোয়ার হোসেন বলেন, 'আমার ট্রাক উদ্ধার হয়েছে। কিন্তু ট্রাকে থাকা কোটি টাকার তুলা নদীতে পড়ে আছে। আমি টাকা দিয়েও কোন ডুবুরি পাচ্ছি না। তিন দিন হয়ে গেল। কেউ কোনো সহযোগিতা করছে না।'

ট্রাক মালিক ও তুলা ব্যবসায়ী মনোয়ার হোসেন মিনারুল বলেন, 'আমার ট্রাক উদ্ধার হলেও তুলা নদীর পানিতে ভাসছে। উদ্ধারে ধীরগতি আমাদের ক্ষতি আরও বাড়িয়ে দিয়েছে।'

বিআইডব্লিউটিসি কর্মকর্তা মো. খালেদ নেওয়াজ বলেন, 'দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ "হামজা" ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে কাজ শুরু করে এবং ঘটনার নয় ঘণ্টা পর একটি কাভার্ডভ্যান উদ্ধার করতে সক্ষম হয়। এর তিন ঘণ্টা পর একটি ট্রাক উদ্ধার করার পর ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটায় আরও একটি ট্রাক উদ্ধার করা হয়।' 

'ফেরির নয়টি যানবাহনের মধ্যে তিনটি উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আছেন ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধার সহকারী মাস্টার হুমায়ুন কবীর,' বলেন তিনি।

তিনি বলেন, 'সোয়া তিনটায় ঘটনাস্থলে গেছে "প্রত্যয়"। হামজা ও রুস্তম অভিযানের প্রাথমিক কাজ করছে। সম্মিলিত অভিযান কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আশাকরি শিগগির উদ্ধারকাজে অগ্রগতি পাব।'

 

Comments