অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টি

সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর উপজেলায়ও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা
অবশেষে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। ছবি: সংগৃহীত

প্রায় দুই সপ্তাহ তীব্র দাবদাহের পর অবশেষে সিলেট জেলার বিভিন্ন উপজেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি।

সোমবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বৃষ্টি শুরু হয়। পরে রাত ১০টার দিকে ঝড়ো বৃষ্টি ও কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে।

একই সময়ে সিলেটের জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর উপজেলায়ও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এ ছাড়া সিলেট নগরীতেও ঝড়ো ও শীতল হাওয়া বইছে।

ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয় থেকে পাঠানো সন্ধ্যার বুলেটিনে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছিলো।

কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, 'আমাদের পূর্বাভাস অনুযায়ী সিলেটের কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। নগরী ও আশেপাশের এলাকায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।'

এদিকে রাত ১০টা ১০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ঝড়ো বাতাসের কবলে পড়ে।

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, 'ঢাকা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট সিলেট বিমানবন্দরে অবতরণের সময় ঝড়ো বাতাসের কবলে পরে। এতে প্রথমে অবতরণ করতে ব্যর্থ হয়ে দ্বিতীয় চেষ্টায় নিরাপদে অবতরণ করতে পারে।'

তিনি বলেন, 'বর্তমানে ঝড়ো বাতাসের কারণে ফ্লাইটটি ঢাকা ফিরতে উড্ডয়নের জন্য অপেক্ষা করছে। আবহাওয়া নিয়ন্ত্রণে এলে ফ্লাইটটি ঢাকা ফিরে যাবে।'
 

Comments