ঢাকায় ৪.৩ মাত্রার ভূমিকম্প

প্রতীকী ছবি

রাজধানী ঢাকায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডের দিকে এই ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এটির ধরন ছিল হালকা।

এই ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি, তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English

Hamas responds to Gaza ceasefire proposal, it's 'positive': Palestinian official

US President Donald Trump earlier announced a "final proposal" for a 60-day ceasefire in the nearly 21-month-old war between Israel and Hamas, stating he anticipated a reply from the parties in coming hours

3h ago