ঢাকার কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানী ঢাকায় বিশেষ করে দক্ষিণ অংশে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
দুপুরের দিকে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ২ বিভাগে তাপপ্রবাহ অব্যাহত
স্টার ফাইল ফটো

দুর্বিষহ গরমের পর রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে। এই বৃষ্টিতে নগরজীবনে কিছুটা স্বস্তি এসেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'রাজধানী ঢাকায় বিশেষ করে দক্ষিণ অংশে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরও হবে। তবে কয়টা নাগাদ বৃষ্টি চলবে তা কিছুক্ষণ পরে জানা যাবে। ঢাকার আকাশে মেঘ আছে।'

তিনি বলেন, 'দেশের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আছে।'

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কিছু এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ছবিটি সকাল ৯টার দিকে মুগদা এলাকা থেকে তোলা। ছবি: শেখ এনাম

আজ সকাল ৯টার দিকে রাজধানীর রমনা, মুগদা, ওয়ারি, শনিরআখড়া, ধানমন্ডী, মগবাজার, শেরেবাংলা নগর, ফার্মগেট এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা গেছে।

রমনা এলাকার বাসিন্দা শারমিন আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'তীব্র গরমের পর অবশেষে বৃষ্টির দেখা। কিছুটা স্বস্তি পাওয়া গেছে।'

শনিরআখড়া এলাকার বাসিন্দা তাফান্নুম ডেইলি স্টারকে বলেন, 'আমাদের এখানে দুএক ফোটা করে বৃষ্টি হচ্ছে। গরমে কিছুটা স্বস্তি এসেছে।'

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় কয়েকদিন ধরেই তাপপ্রবাহ চলছে। দাবদাহের কারণে আজ বৃহস্পতিবার মাধ্যমিক স্কুলের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ৪ দিনের জন্য প্রাথমিক স্কুলের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

Comments