বগুড়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, সব স্কুল বন্ধ

‘এই অবস্থা সামনে আরও কিছুদিন থাকবে।’
বগুড়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, সব স্কুল বন্ধ
বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ছবি: মোস্তফা সবুজ/স্টার

বগুড়ায় আজ সোমবার তাপমাত্রা বছরের সর্বনিম্ন। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হওয়ায় জেলার সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বগুড়া আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান সোমবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বগুড়ায় তাপমাত্রা ছিল নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস, যা এখন পর্যন্ত এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা। এই অবস্থা সামনে আরও কিছুদিন থাকবে। তবে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী ডেইলি স্টারকে জানান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে আজ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

Comments