আবহাওয়া

‘হিট অ্যালার্ট’ রোববার পর্যন্ত বাড়ল, আপাতত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই

‘তাপপ্রবাহ দূর হতে হলে বড় পরিসরে বৃষ্টি দরকার। আপাতত সে রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।’
‘হিট অ্যালার্ট’ রোববার পর্যন্ত বাড়ল, আপাতত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই
স্টার ফাইল ফটো | ছবি: পলাশ খান/স্টার

সারা দেশে আরও অন্তত ৭২ ঘণ্টা তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

আজ বৃহস্পতিবার সকালে অধিদপ্তর তাপপ্রবাহের সতর্কতা বা 'হিট অ্যালার্ট' এর জারি করে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

বর্তমানে খুলনা বিভাগ এবং দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এছাড়া, বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের বাকি জেলাগুলো ও ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলা মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহের আওতায় রয়েছে।

শাহীনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা এর আগে তিন দিনের যে হিট অ্যালার্ট জারি করেছিলাম, তার মেয়াদ আজ শেষ হচ্ছে। আপাতত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা না থাকায় আবারও ৭২ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে।'

পূর্বাভাস অনুসারে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি।

'২৭ এপ্রিলের পরে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তাপপ্রবাহ দূর হতে হলে বড় পরিসরে বৃষ্টি দরকার। আপাতত সে রকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। স্থানীয়ভাবে যে বৃষ্টিপাত হবে, তাতে তাপপ্রবাহের ওপর খুব বেশি প্রভাব ফেলবে না,' বলেন শাহীনুল ইসলাম।

Comments