তাপপ্রবাহ: সব স্কুল-মাদ্রাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

যেসব স্কুলে এসি আছে, সেসব ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।
স্টার ফাইল ফটো

চলমান তাপপ্রবাহের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসকে সাইফুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যুর সংবাদের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ শিক্ষা মন্ত্রণালয়কে স্কুল-মাদ্রাসা বন্ধ রাখার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, এ আদেশ 'ও' লেভেল, 'এ' লেভেলের পরীক্ষা, কলেজ, বিশ্ববিদ্যালয়, যেসব স্কুলে এসি আছে এবং যেখানে পরীক্ষা চলছে সেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে হাইকোর্ট জানিয়েছে।

তাপপ্রবাহে ১৮ জনের মৃত্যুর বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন।

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

3h ago