‘হিট অ্যালার্ট’ আরও ৩ দিন বাড়ল

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে।
চলমান তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেতে নলকূপ থেকে শরীরে পানি ঢালছেন এক ব্যক্তি। ছবিটি গত ২১ এপ্রিল খুলনা থেকে তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী হাবিবুর রহমান।

সারাদেশে চলমান তাপপ্রবাহের সতর্কবার্তা আরও তিন দিন বাড়িয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে। 

এর আগে, গত ১৯, ২২ ও ২৫ এপ্রিল তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটির পাশাপাশি তাপপ্রবাহের কারণে আরও এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
 

Comments