২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৩.০৬ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ০৬ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল দেশে করোনা শনাক্তের হার ছিল ২.৪১ শতাংশ এবং শনিবার শনাক্তের হার ছিল ২.৮৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৭৩ জন ঢাকা বিভাগের, ৩ জন ময়মনসিংহ বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ৯ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের ও ২ জন সিলেট বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় বরিশাল ও খুলনা বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ২৭৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮১ হাজার ১০২ জন।

Comments

The Daily Star  | English

BNP activists gathering at Nayapaltan to join Labour Day rally

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

57m ago