এনআইডির তথ্য ফাঁস করেছে স্বাস্থ্য অধিদপ্তরসহ ৫ প্রতিষ্ঠান: ইসি

প্রতীকী ছবি

স্বাস্থ্য অধিদপ্তরসহ পাঁচ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসি কর্মকর্তারা জানান, এই পাঁচ প্রতিষ্ঠান হলো—স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের ইউ-পে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং অর্থ মন্ত্রণালয়ের আইবিএএস।

ইসির প্রাথমিক তদন্ত অনুযায়ী, এনআইডির তথ্য যাচাইয়ের সুযোগ নিয়ে এই পাঁচ সংস্থা তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস করেছে।

সচিব বলেন, 'অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।'

'আমরা তদন্ত করছি যে অবহেলাজনিত কারণে, নাকি ইচ্ছা করেই এগুলো কারণে ঘটেছে কিনা। যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা করেছে বলে প্রমাণ হয়, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে,' বলেন আখতার আহমেদ।

তিনি জানান, বর্তমানে ১৮২টি প্রতিষ্ঠান এনআইডি যাচাই সেবা পেয়ে থাকে।

তিনি বলেন, 'তথ্য ব্যবহারের নির্দিষ্ট সীমা থাকা উচিত। এটি ওপেন রাখে পরে অপরাধীদের দোষারোপ করা সঠিক নয়।'

আখতার আহমেদ আরও উল্লেখ করেন, কিছু সংস্থা চুক্তির শর্ত লঙ্ঘন করে অন্যদের কাছে তথ্য সরবরাহ করে নিচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠান কত ডেটা যাচাই করছে এবং তা তাদের প্রকৃত প্রয়োজনের চেয়ে বেশি কিনা তা অংশীজনদের সঙ্গে পরামর্শ করে পর্যালোচনা করবে ইসি।

 

Comments

The Daily Star  | English
National election

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

11h ago