২৪ ঘণ্টায় শনাক্ত ০.৮৭ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮৭ শতাংশ। এই সময়ে করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
প্রতীকী ছবি। সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০.৮৭ শতাংশ। এই সময়ে করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২৪ জন ঢাকা বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ৩ জন চট্টগ্রাম বিভাগের এবং ৫ জন রাজশাহী বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৪৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৬৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৮৫ হাজার ১৫৩ জন।

Comments

The Daily Star  | English

Iran launches salvo of ballistic missiles at Israel

Revolutionary Guards say response would be 'more crushing and ruinous' if Israel retaliates; A senior Iranian official tells Reuters the order to launch missiles against Israel came from Iran's Supreme Leader; Israel's airspace has been closed after Iran's attack, says the Israeli military

45m ago