২০ ডিসেম্বর ঢাকার ৭ কেন্দ্রে করোনা টিকার চতুর্থ ডোজ শুরু

ফাইল ছবি রয়টার্স

করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ আগামী ২০ ডিসেম্বর থেকে রাজধানী ঢাকার ৭টি কেন্দ্রে দেওয়া শুরু হবে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির এ তথ্য জানান।

ওই ৭টি কেন্দ্র হলো— সচিবালয় ক্লিনিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।

আহমেদুল কবির জানান, প্রাথমিকভাবে ঢাকার এ ৭ কেন্দ্রে কার্যক্রম শুরু হবে। পরীক্ষামূলকভাবে ৭টি কেন্দ্রের প্রতিটিতে ওইদিন ১০০ জনকে টিকা দেওয়া হবে। এসএমএসের মাধ্যমে আগের দিন নির্দিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে। পরীক্ষামূলক টিকা যারা নেবেন, ২ সপ্তাহ তাদের পর্যবেক্ষণে রাখা হবে। কোনো ধরনের জটিলতা দেখা না দিলে আগামী ১ জানুয়ারি থেকে সারাদেশে চতুর্থ ডোজ দেওয়া শুরু হবে।

তিনি বলেন, 'ষাটোর্ধ্ব, সম্মুখযোদ্ধা ও যাদের একাধিক জটিল রোগ রয়েছে, তাদের চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান ক্যাম্পেইন আগামীকাল শেষ হচ্ছে। তাই এবার চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

চতুর্থ ডোজ দেওয়ার কারণ উল্লেখ করে আহমেদুল কবির বলেন, 'টিকা নেওয়ার ৪ মাস পর সাধারণত অ্যান্টিবডির মাত্রা কমে যায়। এ ছাড়া, সম্প্রতি বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Tribunal-2 to be formed to expedite trials: ICT Adviser

Alam did not elaborate on the specific legal amendments or timeline for the formation of the new tribunal

22m ago