বগুড়ায় করোনায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

বগুড়ায় করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়ায় করোনা আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত রোকসানা আক্তার বগুড়ার শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী গ্রামের জাবিদ হাসানের স্ত্রী। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। 

শজিমেকের উপ-পরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ দ্য ডেইলি স্টারকে বলেন, আজ দুপুর ২টায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন রোকসানা আক্তার। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। আজ বিকেল ৬টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা যান।

হাসপাতালে এই একজনই করোনা রোগী ছিলেন বলে জানান চিকিৎসক।

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকারই ৩৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪৪ হাজার ১৬৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৯৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৬৯ জন।

Comments