শ্বাসতন্ত্রের রোগে ২ মাসে ঢাকার বাইরে ৭৫ জনের মৃত্যু

ঢাকার বাইরে গত ১৪ নভেম্বর থেকে গত ২ মাসে শিশুসহ অন্তত ৭৫ জন শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ৫০ জন, ময়মনসিংহে ২১ জন এবং খুলনা ও বরিশাল বিভাগে দুজন করে মারা গেছেন।

এসব তথ্য নিশ্চিত করে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে শ্বাসযন্ত্রের তীব্র সমস্যায় ভুগছেন বর্তমানে এমন রোগীর সংখ্যা শিশুসহ অন্তত ৫০ হাজার ১৩০ জন।

যোগাযোগ করা হলে অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ঢাকা শহরের হাসপাতালগুলো থেকে এ সংক্রান্ত তথ্য এখনো পাওয়া যায়নি।

গত সপ্তাহে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে জানান, নভেম্বর ও ডিসেম্বরে এ হাসপাতালে নিউমোনিয়ায় অন্তত ৮৬ শিশু মারা গেছে।

শীতকালে দেশে শিশুদের নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়ে যায়।

আইসিডিডিআরবি অনুযায়ী, দেশে প্রতি বছর ৫ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায় এবং ৯ লাখ ৩৩ হাজার শিশু অসুস্থ হয়।

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

8h ago